বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সিলেটে বিদ্যুৎ, গ্যাস ও পানির সমাধান চান পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিদ্যুৎ, গ্যাস ও পানির সমাধান চান পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে বিদ্যুৎ, গ্যাস ও পানি সমস্যার দ্রুত সমাধান করতে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুুল মোমেন। গত রবিবার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর (বীর বিক্রম) কাছে এ চিঠি দেন তিনি। একই চিঠিতে সিলেটে বাসাবাড়িতে গ্যাস মিটার স্থাপনের জন্য গ্রাহকদের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া সংক্রান্ত প্রচারণার বিষয়টিও খতিয়ে দেখতে অনুরোধ জানান তিনি। তৌফিক-ই-ইলাহীকে দেওয়া চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সম্প্রতি বিদ্যুৎ ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে অসহনীয় দুর্ভোগে আছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন শিশু ও রোগীরা। বিদ্যুৎ বিড়ম্বনায় ফ্রিজ, ট্রান্সফরমার বিকল হচ্ছে। রাতে বিদ্যুৎহীনতায় বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে বাসাবাড়িতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। লো-ভোল্টেজে নষ্ট হচ্ছে পানির পাম্প। এতে মানুষ নেতিবাচক মন্তব্য করছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণহচ্ছে। এ অবস্থায় দ্রুত সংকট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

চিঠিতে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি সিলেটে প্রচারণা চালানো হচ্ছে, প্রত্যেক বাসাবাড়িতে গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করতে হবে এবং প্রত্যেক মিটারধারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান সরকারের জনপ্রিয়তা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণকরার উদ্দেশে এই প্রচারণা চালানো হচ্ছে কি না- সরকারের পক্ষ থেকে তাও খতিয়ে দেখা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর