বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আট কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

গাজীপুর প্রতিনিধি

দেশের কৃষি প্রাধান্য আটটি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শনিবার একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, চতুর্থবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের আটটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় যথা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

৩ হাজার ৫৪৮ আসনের বিপরীতে ৮১ হাজার ২১৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। উল্লিখিত আটটি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘন্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা এসএসসি/এইচএসসি (ন্যূনতম জিপিএ ৪.০) এবং এসএসসি ও এইচএসসিতে একত্রে ন্যূনতম জিপিএ ৮.৫। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের জন্য বশেমুরকৃবি প্রশাসন চত্বর হতে চান্দনা চৌরাস্তা ও রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুর পর্যন্ত শাটল বাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা হটলাইন : ০১৭২৩২০০১৬৮ ও নিরাপত্তা সেবা হটলাইন : ০১৭১৬৬২৮৩২৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর