বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নজরুল স্মৃতি সংরক্ষণে সম্মাননা পাচ্ছেন ডা. শারফুদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নজরুল স্মৃতি সংরক্ষণে সম্মাননা পাচ্ছেন ডা. শারফুদ্দিন আহমেদ

নজরুল স্মৃতি সংরক্ষণের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ, দক্ষ সংগঠক ও প্রশাসক, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ‘বিদ্রোহী দ্য নজরুল সেন্টার’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা প্রতিষ্ঠান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সংগঠনটি ‘নজরুল আড্ডা’ শিরোনামের অনুষ্ঠানে এ ঘোষণা দেয়। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মহান স্বাধীনতা মুক্তির সংগ্রামের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর