শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মামলা প্রত্যাহার না করলে থানা ঘেরাওয়ের হুমকি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা ও গায়েবি’ উল্লেখ করে তা প্রত্যাহার না হলে থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। মামলাগুলোর সঙ্গে যেসব পুলিশ সদস্যরা জড়িত তাদেরও তালিকা করা হচ্ছে বলে জানানো হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, মফজল আহমদ চৌধুরী, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও বাঁশখালী থানায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে পাঁচটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় বাদী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ মামলাগুলোতে প্রত্যেক থানায় একই ধারা ব্যবহার করে শুধু স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।

সর্বশেষ খবর