শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বাজার দর

ডিম মুরগির দাম বাড়ল আরও

♦ সবজি অপরিবর্তিত ♦ ক্রেতাদের নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

ডিম মুরগির দাম বাড়ল আরও

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম বাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

শনির আখড়া বাজারে দেখা যায়, সব সবজিই বিক্রি হচ্ছে কিছুটা কম মূল্যে। বেগুন (লম্বা ও গোল) ৬০ টাকা, শসা ৪০-৬০ টাকা, করল্লা ৬০-৮০ টাকা, উচ্ছে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ২৪০ টাকা, মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটোল ৪০-৬০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ধুন্দল ৬০-৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি। লাউ ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা পিস। কাঁচকলা ৩৫ টাকা হালি। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে সব সবজির দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। এ ছাড়া দেশি পিঁয়াজ ৭৫ টাকা, ভারতীয় পিঁয়াজ ৫০ টাকা, আদা ২০০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, দেশি রসুন ২২০ টাকা, আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনির আখড়া বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায়। হিিনফ মাহমুদ নামে এক ক্রেতা বলেন, ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার কাছাকাছি। এটা হতে পারে না। ব্রয়লার মুরগির দাম কমানো উচিত। কারণ যাদের আয় কম তাদের ভরসা ব্রয়লার মুরগি। মুরগির বিক্রেতা রফিক আহমেদ বলেন, প্রতিদিনই মুরগির দাম উঠানামা করে। এক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নেই। আমরা যেরকম দামে কিনি, সেভাবেই বিক্রি করি। হাঁসের ডিম বিক্রি হচ্ছে হালি ৭০ টাকা, ডজন ২১০ এবং দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা, ডজন ২৪০ টাকা। ব্রয়লার মুরগির সাদা ডিমের হালি ৪৫ টাকা, ডজন ১৩৫ টাকা এবং ব্রয়লার মুরগির লাল ডিমের হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। কিন্তু মাংসের দাম প্রতিকেজি ৭৫০ নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন ৭৮০ টাকা। মাছ বাজারে দেখা যায়, প্রতিকেজি ইলিশ মাছ ৮০০-১৫৫০ টাকা, রুই মাছ ৩৮০ টাকা, কাতলা মাছ ৪০০ টাকা, চিংড়ি মাছ ১২০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা, টেংরা মাছ ৭০০ টাকা, কই মাছ ২৮০ টাকা, পাবদা মাছ ৪০০ টাকা, শিং মাছ ৫০০-৭০০ টাকা, বোয়াল ৫০০ টাকা, বেলে মাছ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে প্রতি কেজিতে ১০-১৫ টাকা করে বেড়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন ৫০, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৫০, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পটোল ৫০, করলা ৭০ থেকে ৮০, পেঁপে ৩০, কচুর মুখি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে মাছের বাজারে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। তার ওপর বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকলেও দাম ক্রেতার নাগালে নেই। বাজারে বড় আকারের ইলিশের কেজি ১ হাজার ৮০০ টাকা, মাঝারি ১ হাজার ২০০ ও ছোট আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়াও প্রতিকেজি কৈ মাছ ২৫০, লইট্টা ২০০, কোরাল ৮০০, শিং ৪০০, চিংড়ি ৬৫০, কাচকি ৬০০, তেলাপিয়া ২২০, পাঙ্গাশ ১৯০, রুই ২৬০ ও বড় আকারের কাতলা ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর