শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

দিনাজপুর প্রতিনিধি

বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অল্প খরচে, উপযোগী মাটি ও লাভজনক হওয়ায় ড্রাগন চাষ বেড়েই চলেছে। এককালীন বিনিয়োগ করে দুই যুগ ধরে আয়ের উৎস গড়া যায় এই বাগান থেকে। এ ছাড়া ড্রাগন ফলের বাগানে অন্য যে কোনো চাষও করা যায়। লাভজনক হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ড্রাগন চাষ বেড়েই চলেছে। তাই বেশি লাভের আশায় এবার ধানের জমিতে লাভজনক ‘লাল ড্রাগন’ ফলের চাষ করে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন চার বন্ধু। দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর ইউপির শীতলাই গ্রামে এক বিঘা জমিতে এই লাল ড্রাগন চাষ করছেন চার বন্ধু- মোঃ সাব্বির হোসেন, মুসফিকুল বারী, জহিরুল ইসলাম ও মেহেদি মাসরাফ। মো. সাব্বির হোসেন জানান, এ জমিতে ড্রাগন চাষ করে এবারই প্রথম ফল বিক্রি শুরু করেছি। ধানের চেয়ে এ ড্রাগন ফল চাষে বেশি লাভ পাওয়া যাবে আশা করি। বর্তমানে এক বিঘা জমিতে ৭০টি পিলারে সাড়ে ৩০০ ড্রাগন ফলের গাছ আছে। মে মাস থেকে নভেম্বর পর্যন্ত ড্রাগনের ফুল ও ফল ধরে। আমরা চলতি বছর থেকে ফল বিক্রি শুরু করেছি। ড্রাগন ফল সর্বোচ্চ ৭০০ গ্রাম হয়। পাইকারি ৬০০-৬৭০ টাকা দরে বিক্রি করা হয়েছে। এরই মধ্যে দেড় মণ ফল বিক্রি করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, চারা রোপণের এক বছরের মাথায় ফলন পাওয়া যায়, প্রাকৃতিক দুর্যোগে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর