শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুই মাসেও উদঘাটন হয়নি ৩০ লাখ টাকা লুটের রহস্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সিসিটিভির ফুটেজে স্পষ্ট কীভাবে ভল্ট ভেঙে টাকা লুট করা হয়েছে। চেহারাও অনেকটা স্পষ্ট। কিন্তু দুই মাসেও সেই টাকা লুটের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুট হওয়া টাকা। গত ২৪ জুন রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে রাজ আলু কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওইদিন রাতে কোল্ড স্টোরেজের কেচি গেট ভেঙে তিনজন ডাকাত ভিতরে প্রবেশ করেন ভল্ট ভেঙে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা নিয়ে যায়। কোল্ড স্টোরেজের ম্যানেজার লিয়াকত আলী সরকার জানান, ‘রাতে আমরা সব টাকা হিসাব করে রেখে গেছি। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এ তিন দিনের ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা ছিল ভল্টে। সকালে পরিচ্ছন্নকর্মী এসে দেখে অফিসের তালা ভাঙা। তারা সঙ্গে সঙ্গে ফোন দেয়। আমি গিয়ে দেখি ভল্টের তালাও ভাঙা, ভিতরেও কোনো টাকা নেই। পরে সিটিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন ভল্টের তালা ভাঙছে এবং টাকা লুট করে নিয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আলী সরকার বলেন, কোল্ড স্টোরেজে চুরির কথা কোনোদিন শুনিনি। পুলিশ বলেছিল, দ্রুত টাকা উদ্ধার হবে। পুলিশের কোনো তৎপরতা দেখছি না। রাজশাহী মহানগরীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ জানান, মামলাটির তদন্ত চলছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর