শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রংপুরে জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ২৮০ মিলিমিটার কম বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এবার জুলাই মাসে বৃষ্টিপাতের হার অস্বাভাবিক কমেছে। স্বাভাবিকের অর্ধেকও বৃষ্টিপাত হয়নি। এপ্রিল ও মে মাসেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছিল। তবে জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে মাত্র ৩ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। কাক্সিক্ষত বৃষ্টিপাত না হওয়ায় প্রকৃতিতে পড়েছে নেতিবাচক প্রভাব। কৃষি সেক্টরে পড়েছে বিরূপ প্রভাব। প্রকৃতি হয়ে উঠেছে রুক্ষ।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জুলাই মাসে এ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৪৭৩ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৯৩ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে ২৮০ মিলিমিটার কম বৃষ্টিপাত হওয়ায় প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে। বর্ষা ঋতু চলমান থাকলেও বর্ষার ছিটেফোঁটা কোথাও দেখা যায়নি। প্রবীণরা বলেন, আগে বর্ষাকালে একটানা পাঁচ-সাত দিন বৃষ্টি হতো। কয়েক বছর থেকে এসবের কোনো নমুনা নেই। প্রকৃতি বর্ষা ঋতুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিগত বছরগুলোয় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হলেও এবার কয়েক মাস থেকে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া তাপমাত্রাও বেড়েছে। গত বছর এ সময় রংপুরে ৩৩ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এবার ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা উঠেছিল। জুলাই মাসজুড়ে দেখা গেছে, প্রচ  রোদে খাঁ খাঁ করছে চারদিক। রংপুর শহরে দুপুরবেলা ক্লান্ত-পরিশ্রান্ত রিকশাচালকসহ শ্রমজীবী মানুষদের গাছতলায় বিশ্রাম নিতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর