শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাহাড়ধসে মাইক্রোবাস চাপা, গাড়ি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভারী বর্ষণে নগরের টাইগারপাস এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ সময় সড়কে একটি মাইক্রোবাসের ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ ছাড়া গাছগাছালি ভেঙে সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল ঘণ্টা কয়েক। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে সড়ক পরিষ্কার করলে যান চলাচল শুরু হয়। গতকাল সকালে নগরের টাইগারপাস-লালখানবাজার সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, টাইগারপাসে রেলওয়ের মালিকানাধীন একটি পাহাড়ের একাংশ ধসে পাশে সিডিএ এভিনিউ সড়কে ছিটকে পড়ে। এতে সড়কের একাংশ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে এসে সড়কের মাটি সরানো শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ধসে পড়া মাটি সরানো সম্ভব হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর