শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ডেঙ্গুর চিকিৎসায় স্যালাইন সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গু রোগের চিকিৎসায় ব্যবহৃত ডেক্সট্রোজ নরমাল স্যালাইনের (ডিএনএস) সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধিতে চাহিদা বাড়ায় এ সংকট দেখা দেয়। চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে বাড়ানো হয়েছে এর দামও। জানা যায়, ডেঙ্গু রোগী বৃদ্ধিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ান ডিএনএস স্যালাইনের। ১০০ টাকার স্যালাইন বিক্রি করা হয় ৫০০ টাকা পর্যন্ত। এ বিষয়ে জেলা প্রশাসন হাজারী গলিতে অভিযান পরিচালনা করে ১৫০ লিটার ডিএনএস জব্দ করা করে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘ডিএনএস স্যালাইন সংকটের কথা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে কেউ অবৈধভাবে মজুদ করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনকে জানানো হয়েছে।’ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগে মোট আক্রান্ত হয় ৩ হাজার ১০৮ জন।

এর মধ্যে মহানগরে ২ হাজার ২৪৭ ও ১৫ উপজেলায় ৮৩১ জন। ইতোমধ্যে মারা যায় ২৭ জন। এর মধ্যে পুরুষ ৬, মহিলা ৭ ও শিশু ১৪।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর