শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবক ও কৃষক লীগ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন। গতকাল রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং খামারবাড়িতে কৃষক লীগ দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছে। ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের পাঁচটি নির্দেশনা দেন। ১ আগস্ট সেসব নির্দেশনার কথা জানিয়ে তা প্রতিপালনে দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারই অংশ হিসেবে এ কর্মসূচি শুরু করেছে সংগঠন দুটি। স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। কলাবাগান ক্রীড়া চক্র মাঠে মশকের লার্ভা ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে মশকনিধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াদেজ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী। এদিকে, খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত ডেঙ্গু (এডিস) মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কৃষিবিদ সুব্রত কুমার দাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর