শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির

নিজস্ব প্রতিবেদক

সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার আগামী নির্বাচনও অতীতের মতো ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বিতাহীন, একতরফা উপায়ে সম্পন্ন করতে চায়। জনগণ এটা মেনে নেবে না। তীব্র রাজনৈতিক আন্দোলন গড়ে তুলে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। গতকাল পুরানা পল্টনে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এদিন একই দাবিতে মিরপুরে সমাবেশ ও মিছিল করেছে সিপিবি কাফরুল থানা কমিটি। পল্টনের সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মুজাহিদুল ইসলাম সেলিম, জলি তালুকদার, আক্তার হোসেন, ত্রিদিব সাহা, মঞ্জুর মঈন প্রমুখ। সমাবেশে মনজুরুল আহসান খান, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন প্রমুখ উপস্থিত ছিলেন। জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাইফুল ইসলাম সমীর। মিরপুরে বক্তব্য দেন কমরেড ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলসহ অন্য নেতারা। সভাপতিত্ব করেন আলী কাওসার মামুন। বক্তারা বলেন, সরকার মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে তথাকথিত সংবিধানসম্মত স্বৈরশাসন কায়েম করেছে। সিপিবিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হুলিয়ার মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সব জুলুম-নির্যাতন মোকাবিলা করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর