শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজধানীর সাত কলেজ এ প্লাস ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরে ২৭৭টি উচ্চ মাধ্যমিক কলেজের মধ্যে সাতটি এ প্লাস ক্যাটাগরির। এগুলো হলো- নটর ডেম কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, হলিক্রস কলেজ, ঢাকা কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল এক অনুষ্ঠানে প্রকাশিত দৈনিক শিক্ষাডটকম কলেজ র‌্যাঙ্কিং ২০২৩-এ এমনই চিত্র পাওয়া গেছে। ৮৫ শতাংশেরও বেশি নম্বর পেয়ে এ প্লাস বা আইডিয়াল ক্যাটাগরিতে স্থান পেয়েছে সাতটি কলেজ। ৭৫ থেকে ৮৪ শতাংশ নম্বর পেয়ে খুব ভালো বা এ ক্যাটাগরিতে ৩৬, ৬৫ থেকে ৭৪ শতাংশ নম্বর পেয়ে বি ক্যাটাগরিতে (ভালো) ১৯ এবং ৫০ থেকে ৬৪ শতাংশ নম্বর পেয়ে সি ক্যাটাগরিতে সাতটি কলেজ স্থান পেয়েছে। ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত সরেজমিন জরিপে ৫০ শতাংশের নিচে নম্বর পেয়ে ডি ক্যাটাগরিতে স্থান পাওয়ার মতো কোনো কলেজ পাওয়া যায়নি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, মনজুরুল আহসান বুলবুল, অভিজিৎ ভট্টাচার্জ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর