শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আলেমদের কারাগারে রেখে নির্বাচন নয় : বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

আলেমদের কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বক্তারা। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে গতকাল মানববন্ধন করে। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মাওলানা মামুনুল হক প্রায় ২৭ মাস কারাগারে বন্দি। বারবার তাকে কোর্টে এনে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে। দেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় জনতা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি চায়। তাদের কারাগারে রেখে দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া।

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর