রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ড্রেনের নোংরা পানিতে নাকাল বিএম কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী

রাহাত খান, বরিশাল

ড্রেনের নোংরা পানিতে নাকাল বিএম কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী

একটু বৃস্টিতেই জলাবদ্ধতায় নাকাল বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যরা। বৃস্টির পানিতে ড্রেনের নোংরা পানি উপচে ছড়িয়ে পড়ছে সর্বত্র। নোংরা পানি ভেঙ্গে চলাচল করতে হয় তাদের। এতে ক্ষুব্ধ তারা। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ড্রেনগুলো নিয়মিত পরিস্কারের ব্যবস্থা না করায় একটু বৃস্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছড়িয়ে পড়ে ড্রেনের নোংরা পানি। ড্রেনগুলো নিয়মিত পরিস্কারে সিটি করপোরেশনের সহযোগীতা চেয়েছেন কলেজ অধ্যক্ষ। এদিকে কলেজের অভ্যন্তরীন ড্রেন তাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মীরাই পরিস্কার করবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃস্টি হচ্ছে বরিশালে। ভারী বৃস্টি হলে ডুবে যায় নগরীর অনেক রাস্তাঘাট। কিন্তু ড্রেনগুলো সচল থাকায় দ্রুতই নেমে যায় জমে থাকা পানি। কিন্তু বিএম কলেজের অভ্যন্তরীন সড়ক সহ অন্যান্য জায়গায় জমে থাকে পানি। জলাবদ্ধতা সৃস্টি হওয়ায় কলেজের অভ্যন্তরীন ড্রেন উপচে নোংরা পানি ছড়িয়ে পড়ছে রাস্তা সহ সর্বত্র। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিএম কলেজের হাজার হাজার আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী সহ শিক্ষক-কর্মচারীরা। শিক্ষার্থীরা জানান, কলেজের অভ্যন্তরীন ও বর্হিভাগের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করায় বৃস্টির পানি আটকে থাকে, স্বাভাবিকভাবে অপসারন হয় না। সৃস্টি হয় জলাবদ্ধতার। ড্রেনের নোংরা-ময়লা পানিও ছড়িয়ে পড়ে সড়কে। নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয় শিক্ষক-শিক্ষার্থী সহ সবার। শিক্ষার্থী আহমেদ সাব্বির জানান, গত শুক্রবার কলেজ মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে নোংরা পানি মাড়াতে হয়েছে। কলেজের অভ্যন্তরীন ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করায় সামান্য বৃস্টিতেই জলাবদ্ধতা সৃস্টি হয়। ড্রেনগুলো নিয়মিত পরিস্কার করতে কলেজ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করেন তিনি। সাইদুল ইসলাম রাকিব নামে আরেক শিক্ষার্থী বলেন, একটু বৃষ্টি হলেই কলেজের অভ্যন্তরীন সড়ক পানিতে ডুবে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে ময়লা মিশ্রিত দূষিত পানি। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, বিএম কলেজের বাইরে চারপাশের ড্রেনগুলোতে পয়ঃনিস্কাশন না হওয়ায় একটু বৃস্টিতেই কলেজের অভ্যন্তরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনগুলো সিটি করপোরেশনের। এ কারনে ড্রেনগুলো নিয়মিত পরিস্কার রাখাতে কলেজ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা চেয়েছে। তারা নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার ও সংষ্কার করলে কলেজের অভ্যন্তরীন জলাবদ্ধতা নিরসন হবে।

এ বিষয়ে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজাউল কবীর জানান, কলেজের ইনসাইডের ড্রেনগুলো পরিচ্ছন্ন রাখবে তাদের (কলেজ) নিজস্ব কর্মীরা। ময়লা-আবর্জনা বেশী হলে তারা প্রয়োজন মনে করলে সিটি করপোরেশন ট্রাক পাঠিয়ে সেগুলো অপসারন করবে। কলেজের বাইরে ড্রেনগুলো নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয় বলে দাবি করেন রেজাউল কবীর। 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর