রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই নির্বাচনের ৩ মাস আগে সংসদ ভেঙে দিতে হবে। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিসের ২০২৩ সালের কেন্দ্রীয় মজলিসে শুরার প্রথম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নিপীড়ন বন্ধ, আলেম-ওলামা এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির দাবিতে আগামী ১৪ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ সফলের আহ্বান জানানো হয়। সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা জিয়াউল হক শামীম, মাওলানা ফেরদাউস বিন ইসহাক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর