রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হতে চাই না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হতে চাই না, তবে খোলা রাখতে চাই সব পথ। এ জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হচ্ছে। গতকাল এফবিসিসিআই ভবনে ‘বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ভোলায় উদ্বৃত্ত গ্যাস রয়েছে। পাইপলাইনের অভাবে আনা যাচ্ছে না। পাইপলাইন করতে ৯ থেকে ১২ হাজার কোটি টাকা লাগবে। তিনি বলেন, আমাদের আবিষ্কৃত গ্যাসে আর মাত্র ৮ থেকে ৯ বছর চলবে। গ্যাসফিল্ড আবিষ্কার হচ্ছে, সেগুলো ছোট ছোট। বাইরে থেকে রিগ ভাড়া করে কূপ খনন করা হবে। ৪৬টি কূপ খননের উদ্যোগ নিয়েছি। এতে সাড়ে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে। আবার একই সময়ে কিছু কূপের উৎপাদন কমে যাবে। আগে লক্ষ্য ছিল শতভাগ বিদ্যুতায়ন, আমরা সফল হয়েছি। এখন লক্ষ্য সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। এটা করতে হলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) করা হয়েছে। এতে গভীর সমুদ্রে থাকা জাহাজ থেকে তেল খালাস করতে আগে যেখানে ১২ দিন লাগত এখন সেখানে ৪৮ ঘণ্টায় হবে। এতে সাশ্রয় হবে বছরে হাজার কোটি টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারী অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর