সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অপরাধ বাড়ছে খুলনায়

চালু হচ্ছে ‘হ্যালো কেএমপি’ অ্যাপস, পুলিশিং কমিটি ফের সক্রিয়

সামছুজ্জামান শাহীন, খুলনা

অপরাধ বাড়ছে খুলনায়

খুলনা নগরীতে নানা কৌশলে চলে মাদকের জমজমাট ব্যবসা। কতিপয় পুলিশসদস্য ও রাজনীতিকের ছত্রছায়ায় শতাধিক স্পটে দিনে-রাতে চলছে মাদকের বেচাকেনা। ইয়াবার সহজলভ্যতার ফলে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। সেই সঙ্গে মাদক বিক্রির স্পটকে ঘিরে প্রভাব বিস্তার করতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অলিগলিতে জুয়ার আখড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীন ইজিবাইকে যানজট, ফুটপাত দখল, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড  মোকাবিলা পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এলাকাভিত্তিক পুলিশের টহল না থাকা, তদন্তে দীর্ঘসূত্রতা, অপরাধ করেও শাস্তি না হওয়া, কমিউনিটি পুলিশিং কমিটির ঘাটতি, অপরাধীদের তালিকা ও নিয়মিত মনিটরিং না থাকা, সিসি ক্যামেরার আওতায় নগরীকে আনা সম্ভব না হওয়ায় অপরাধ প্রবণতা কমছে না। তবে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কেএমপি কর্মকর্তারা। এর মধ্যে মাদকের রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা, পুলিশিং কমিটি সক্রিয় করা, সড়কে শৃঙ্খলা ফেরানো ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক প্ল্যাটফরম ‘হ্যালো কেএমপি’ অ্যাপস চালুর কথা বলা হয়। এতে অনলাইনে সেবাগ্রহীতা সমস্যার কথা জানিয়ে পুলিশের সহায়তা নিতে পারবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, পাড়া মহল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, সন্তানদের জবাবদিহিতার মধ্যে আনতে না পারায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে। সামাজিক দায়বদ্ধতাটুকুও এখন দেখা যায় না। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগে জনবল বৃদ্ধির প্রস্তাবনা, ফুটপাত দখলমুক্ত, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা, জঙ্গিবাদ নির্মূল, ভাড়াটিয়াদের তথ্য ফরম হালনাগাদ, পুলিশিং কমিটি সক্রিয় করা, যানবাহনের হাইড্রোলিক হর্ন খুলে ফেলা, জুয়া বন্ধের কথা বলেন পুলিশ কমিশনার। জানা যায়, নগরীতে সড়কের পাশে বহুতল ভবন নির্মাণের জন্য কেডিএর পাশাপাশি পুলিশেরও অনুমতি নিতে হয়। কিন্তু অধিকাংশ ভবনেই ‘কার পাকিং’ না থাকায় ভবনের সামনে গাড়ি রাখায় সড়কে যানবাহনের চাপ বাড়ে। এতে যানজটে ভোগান্তি বাড়ে। এ ক্ষেত্রে পুলিশ কমিশনার বলেন, বিল্ডিং কোড মেনেই ভবন নির্মাণ করতে হবে। ভবনে সামনে রাস্তায় গাড়ি রাখা যাবে না।

এদিকে গতকাল খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভায় আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, সাজিদ হুসাইন, তাসলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর