সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জজ কোর্ট এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় দুই পক্ষ নানারকম স্লোগান দিতে থাকেন। এদিকে সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সাজার রায়ের প্রতিবাদে জেলা জজ আদালত চত্বর থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিফ জুডিশিয়াল আদালত ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আজগর, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহসভাপতি অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, আবদুল বাছেদ, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম টুকু, আতাউর রহমান, সামসুল হক টুকু, মিন্টু সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে সাজানো রায় দিয়েছে। এই রায় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর আইন নিয়ে খেয়াল খুশিমতো ব্যবহার করছে।

একই সময় জেলা জজ আদালতের সামনে বিএনপির কর্মসূচির প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি বিরোধী নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন পিপি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জী, রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমান উল্লাহ, গোলাম রব্বানী খান রোমান, আশেকুর রহমান সুজন, মন্তেজার রহমান মন্টু, জাকির হোসেন নবাব, আনোয়ার হোসেন, শাহ মো. ওয়ালেদ, আশরাফুন্নাহার স্বপ্নাসহ প্রমুখ।

এ সময় সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন পিপি বলেন, ‘বিএনপি সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে এক দফা আন্দোলনের ডাক দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর