সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডায়াবেটিসের ন্যাশনাল গাইডলাইন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো ন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস মেলাইটাস প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। গাইডলাইন তৈরিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও জাইকা বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করেছে। দেশের প্রতিষ্ঠিত ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞরা এতে যুক্ত ছিলেন। নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানসহ দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকরা।

অনুষ্ঠানের প্রথমভাগে, গাইডলাইনটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা গাইডলাইনটির বিভিন্ন অংশ উপস্থাপন করেন এবং দ্বিতীয় অংশে, একটি বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে গাইডলাইনটির মোড়ক উন্মোচনের শেষে উপস্থিত অতিথিরা গাইডলাইনটি নিয়ে তাদের মতামত প্রদান করেন। বক্তারা বলেন, গাইডলাইনটি চিকিৎসকদের মানোন্নয়ন এবং ডায়াবেটিস সেবা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে সমর্থ হবে। এতে দেশের ১ কোটি ৩১ লাখ ডায়াবেটিস রোগী ও তাদের পরিবারের মানুষ উপকৃত হবেন। কমে আসবে স্বাস্থ্য বাজেটের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক চাপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর