সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর আলমনগর এলাকার মাদক ব্যবসায়ী হরিশ চন্দ্র রায়কে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। হরিশচন্দ্র রংপুর নগরীর আলমনগর খামার এলাকার গিরিশ চন্দ্র রায়ের ছেলে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ ডিসেম্বর রংপুর নগরীর আলম নগর খামার এলাকায় গোপন সংবাদ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হরিশচন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এস আই আফজাল হোসেন মাদক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী হরিশ চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি বলেন, এ রায়ের মাধ্যমে একটা বার্তা দেওয়া হলো মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর