সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে মার্কিন ভিসা নেওয়ার চেষ্টা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে যুক্তরাষ্ট্রের ভিসা গ্রহণের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- সাফুয়ান সরকার, ফখরুল ইসলাম ও মামুনুর রহমান। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করেছে।

গতকাল ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার গুলশানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা আমেরিকান ভিসা পাওয়ার জন্য স্থানীয় এজেন্সি/দালালদের সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করেন। চুক্তি  অনুযায়ী স্থানীয় এজেন্সি/দালালরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাহায্যে ভুয়া ওয়ার্ক পারমিট ও অন্যান্য জাল কাগজপত্র তৈরি করে থাকেন। এরপর তৈরিকৃত জাল কাগজপত্র ভিসা প্রত্যাশীদের সরবরাহ করেন। তিনি জানান, কাগজপত্র নিয়ে ভিসা প্রত্যাশীরা মার্কিন দূতাবাসে পাসপোর্ট জমা দেন। দূতাবাস কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই শেষে দেখতে পায় যে, ভিসা প্রত্যাশীদের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এ বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে গুলশান থানায় মামলা রুজু করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর