সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে : আমু

নিজস্ব প্রতিবেদক

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে ৫৮ দলীয় জোটের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মার্কিন ভিসানীতির প্রতি ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, কারও ভয়ভীতিতে নয়, দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। সম্মিলিত জাতীয় জোটের মহাসচিব খন্দকার ইমদাদুল হক সেলিম সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা, প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির শরিফ হাজারী, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির মাওলানা তালিবুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর