সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠন করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মতামত দিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গত ৩ আগস্ট চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ আগস্টের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনের ৬ এর (থ) ধারায় যৌক্তিক বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কথা বলা হয়েছে। আর ১৮ ধারায় বলা হয়েছে বোর্ড বীমা  কোম্পানির কর্মচারীদের জন্য জীবন বীমা করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর