সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ওয়েবসাইটে ‘ডিডস’ হামলা শুরু সাইবার নিরাপত্তা সভা আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের কিছু ওয়েবসাইটে হ্যাকার দল ‘ডিডস’ হামলা চালাতে শুরু করেছে। এ বিষয়ে সতর্কতা জারির পর গতকাল পর্যন্ত ১২টি প্রতিষ্ঠান সরকারের কাছে সাইবার নিরাপত্তায় কী করা উচিত, কী করা যায় এসব বিষয়ে জানতে চেয়েছে। এদিকে যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনলাইন পেমেন্ট সেবা নিয়ে থাকে, তাদের সঙ্গে আজ সাইবার নিরাপত্তা বিষয়ে করণীয় নিয়ে পরামর্শ সভা করবে বাংলাদেশ ব্যাংক। সাইবার হামলার বিষয়ে সরকারের পক্ষে কাজ করে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এ বিষয়ে সার্ট প্রকল্প পরিচালক সাইফুল আলম খান গণমাধ্যমকে বলেন, হ্যাকার দল ডিডস হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্র ও শনিবার তারা দেশের কয়েকটি সংস্থার ওয়েবসাইটে ডিডস হামলা চালিয়েছে। হ্যাকাররা কোন দেশের, তা চিহ্নিত করা গেছে, তবে তাদের আইপি ঠিকানা এবং তারা কারা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর