বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাইবার সিকিউরিটি অ্যাক্ট নতুন বোতলে পুরনো মদ : বাসদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ প্রণয়ন জনগণের সঙ্গে চরম প্রতারণা। এ আইন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করার নীলনকশা এবং এটা নতুন বোতলে পুরনো মদ চালানোর হীন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বাসদ নেতা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব ধারা সাইবার সিকিউরিটি অ্যাক্টে থাকছে।

সর্বশেষ খবর