শিরোনাম
বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জ্বালানি আমদানিতে তিন বছরে ব্যয় ৮ বিলিয়ন ডলারের বেশি

বিদ্যুৎ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কভিড ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে তিন বছরে ৮ বিলিয়ন মার্কিন ডলারের অধিক ব্যয় করতে হয়েছে। এর দায় বাংলাদেশের না থাকলেও অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশ এনার্জি সোসাইটি (বিইএস) দেশের জ্বালানি নিরাপত্তা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, অর্জন ও বাস্তবায়নের অবস্থা শীর্ষক ওয়েবিনারে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তবে পরিবেশ, কৃষি ও পানি ব্যবস্থাপনার বিবেচনায় আপাতত নিজস্ব কয়লা উত্তোলনের বিষয় বিবেচনা করা হচ্ছে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম. তামিম, সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর