শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে লেনদেন নেমেছে ৪০০ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে লেনদেন নেমেছে ৪০০ কোটির নিচে

সূচক পতনের সঙ্গে লেনদেনে খরা শুরু হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র ৭২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৮৪টির। আর ১৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৮ কোটি ২১ লাখ টাকা। চলতি বছরের ২৯ মার্চের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দাম বেড়েছে। দাম কমেছে ৭৪টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬ কোটি ৬৬ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর