শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৪ জনের চোখ অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৪ জনের চোখ অপারেশন

বসুন্ধরা চক্ষু হাসপাতালে কুমিল্লা অঞ্চলের ৪৪ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের ছানি ও দুজনের নেত্রনালির অপারেশন করা হয়। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান সড়কে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দিনব্যাপী এ অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অপারেশনের আয়োজন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. রুবিনা আক্তার, ডা. মজুমদার গোলাম রাব্বি ও ডা. তাসরুবা শাহনাজ। এবারের সার্জারিতে ২৫ জন পুরুষ ও ১৯ জন নারীর চোখের অপারেশন করা হয়।

এ ব্যাপারে প্রফেসর ডা. মো. সালেহ আহমদ বলেন, হাসপাতাল চালুর পর থেকেই গরিব-দুস্থ রোগীদের সেবায় বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা দেশে ক্যাম্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। গত ১৪ জুলাই কুমিল্লা জেলার বরুড়া থানার আগানগর উচ্চবিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১ হাজার ৬০০ রোগীর চিকিৎসা সেবা নেন। এর মধ্য থেকে ৩৪১ জনকে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। ধারাবাহিকভাবে ওই রোগীগুলোর অপারেশন করা হচ্ছে।

গতকাল ছানি অপারেশনের পর এক চোখে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের এক কোণে বসে ছিলেন ষাটোর্ধ্ব সাপেরা খাতুন। তিনি বলেন, ‘অনেকদিন চোখে ঠিকমতো দেখি না। চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছি, কেউ দেয়নি। ছেলে মারা গেছে। আমাকে নিয়ে দৌড়ঝাঁপ করারও কেউ নেই। এখানকার (বসুন্ধরা আই হসপিটাল) লোকজন গাড়ি পাঠিয়ে ঢাকায় এনে চোখের অপারেশন করিয়েছে। থাকার জায়গা দিয়েছে। খাবার দিয়েছে। বারবার খোঁজ নিচ্ছে। আল্লাহ তাদের ভালো করুক।’

চোখের অপারেশন করাতে আসা ৮০ বছর বয়স্ক আবু হানিফ বলেন, ‘দুই বছর ধরে চোখের সমস্যায় ভুগছি। আর্থিক অনটনে চিকিৎসা করাতে পারিনি। এখানে বিনা খরচে অপারেশন করে দিয়েছে। ঢাকায় আসা-যাওয়া, থাকা-খাওয়া সব ব্যবস্থা করেছে। হাসপাতালের সবার ব্যবহার খুব ভালো। টাকা অনেকের আছে, এভাবে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সবার থাকে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর