শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বেআইনিভাবে জামিন

কক্সবাজারের জেলা জজ আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক

বারবার অনিয়ম করে জামিন দেওয়ার ঘটনায় আলোচিত-সমালোচিত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে বদলি করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে গতকাল জানা গেছে। আইন মন্ত্রণালয়েল উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মোহাম্মদ ইসমাঈলকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজারের জেলা জজ থেকে (সংযুক্ত কর্মকর্তা জেলা জজ) ঢাকায় আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানে কক্সবাজারের জেলা জজকে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছেন হাই কোর্ট। আগামী ১৬ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়া আসামিদের আইন ভঙ্গ করে আদেশে মিথ্যা তথ্য লিখে জামিন দেওয়ার ঘটনায় গত ২১ জুন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাই কোর্টের আরেকটি বেঞ্চ। ২০ জুলাই হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। ওই দিন শুনানিতে তাকে ভর্ৎসনা করেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। কঠোরভাবে সতর্ক করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর