শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুই সন্তানের পর মারা গেলেন বাবাও

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন পিতাও মারা গেছেন। বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে মৌলভি মঞ্জুর আলম। বুধবার রাতে চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০)।

 ও তার ভাই শহীদুল ইসলাম (২২)।

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় বাবা আনোয়ার হোসেনকে (৭৮) চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, কয়েকদিন ধরে ভারী বর্ষণে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহদ্দারকাটার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও পানিতে তলিয়ে যায়। ফলে তার সেপটিক ট্যাংকটিতে পানি প্রবেশে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাতে বন্যার পানি নামার পর সেপটিক ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নামে প্রথমে ছোট ছেলে, তার সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে ছোট ভাইকে দেখতে নামলে তারও সাড়াশব্দ না পাওয়ায় বৃদ্ধ বাবাও নামেন। কারও সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় গিয়ে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। রাত ১১টার দিকে দুই ছেলেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়। মধ্যরাতে চমেকে চিকিৎসাধীন পিতারও মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর