শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কারাবন্দি বিএনপি নেতা ইদ্রিস মোল্লার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় কারাগারে আটক বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস মোল্লা (৬৮) মারা গেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ছিলেন।

গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান মিন্টু জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ইদ্রিস মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিন্টু বলেন, ইদ্রিস মোল্লাকে ২৯ জুলাই রাতে কদমতলী থানা পুলিশ গ্রেফতার করে। আগে থেকে তার বিরুদ্ধে আর কোনো মামলা ছিল না। তবে ওইদিন মাতুয়াইলে দলীয় অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর