শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১টা থেকে ১০-১৫ জন শিক্ষার্থী প্রায় এক ঘণ্টা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে। ২টার পর চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন। রবিবার এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের আপডেট জানাবেন বলে জানান। এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরে নেওয়ার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে। কোনো ফল না পাওয়ায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর