শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জবিতে ‘দ্য মাউসট্র্যাপ’ মঞ্চায়ন শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রযোজনায় ‘দ্য মাউসট্র্যপ’ নাটকের দুই দিনের মঞ্চায়ন শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শুরু হয় এ মঞ্চায়ন। আগাথা ক্রিস্টি রচিত ও অধ্যাপক আবদুস সেলিম অনূদিত নাটকটির নির্দেশনায় আছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা। লন্ডনের কালভার্ট স্ট্রিটে ভিড়ের মধ্যেই সংগঠিত হওয়া হত্যার কিছু সময়ের মধ্যেই পাঁচজন অদ্ভুত লোক কাকতালীয়ভাবে একই দিনে, একজন দম্পতির নতুন খোলা গেস্ট হাউসে ওঠেন। এর পরের দিনই একজন পুলিশ সার্জেন্ট সেই গেস্ট হাউসে আসেন এবং আবিষ্কৃত হয় অতিথিদের মধ্যে একজন খুনি রয়েছেন। এমনই ঘটনা নিয়ে বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনি। নাটকের বিষয়ে নির্দেশক আফরিন হুদা বলেন, নাটকটি রহস্যঘেরা এক মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত। প্রচলিত বাংলায় অনুবাদকের অত্যন্ত সহজ ও প্রাঞ্জল অনুবাদ অভিনেতাদের বোধগম্য করে তুলতে সাহায্য করেছে। হত্যা, খুনি, গোয়েন্দা, মানসিক বিকারগ্রস্ততা এসব কিছুর মধ্যে এক জটিল ধাঁধার মধ্য দিয়ে আসল রহস্য উদঘাটন হয়। নাটকের প্রতিটি ধাপে নতুন পরিস্থিতি, সন্দেহ, অবিশ্বাস এবং অস্তিত্বের জটিল সমীকরণ খোঁজার চেষ্টা করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাফিউল রকি, বিলাস, তৌফিক মেসবাহ, ইব্রাহিম, ব্রততি, বুশরা, তূর্ণা, ইমাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর