রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নগর নিরাপত্তায় বসছে আরও সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর অপরাধ প্রবণতা কমাতে ও ঘটে যাওয়া ঘটনা দ্রুত উদঘাটনে বড় ভূমিকা রাখছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সাবেক পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সময় মহানগর পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি বসানোর উদ্যোগ নেয়। অপরাধ দমনে ফলও পেয়েছে। সেই ধারাবাহিকতায় নগরীর আরও বেশকিছু এলাকায় সিসিটিভি বসানোর পরিকল্পনা নগর পুলিশের। সিসিটিভির পরিধি আরও বাড়ানো হবে জানিয়ে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘আমার প্রধান লক্ষ্য রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। শহরজুড়ে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তবে এখন থেকে তার পরিধি আরও বৃদ্ধি করা হবে।’ ২০১৬ সালে নগরীর ২৬টি পয়েন্টে ৬০ লাখ টাকা ব্যয়ে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। সিটি করপোরেশন সেগুলো বসিয়েছিল। সেগুলোর কিছু নষ্ট হয়ে গেছে। এরপর নগরজুড়ে ৫০০ জায়গায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় মহানগর পুলিশ। ইতোমধ্যে সেটি সম্পন্ন হয়েছে। নগর পুলিশের   এলাকা বৃদ্ধি পেয়েছে। আগে ৪ থানা ছিল। এখন ১২টি থানা। ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন করে ভাবতে হচ্ছে পুলিশকে। এ ছাড়া সামনে নির্বাচন। নির্বাচন ঘিরে নানা ঘটনা ঘটে। সেগুলো নজরদারিতে রাখতে আরও সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন নগর পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর