রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাঁচ বছরেও শেষ হয়নি বিচার কাজ, বাদী-সাক্ষীকে হুমকি

সিলেটে ছাত্রদল নেতা রাজু হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পাঁচ বছরেও শেষ হয়নি ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যা মামলার বিচার। এখন পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র ১০ জনের সাক্ষ্য। বাদীর অভিযোগ, আসামি পক্ষ নানা টালবাহনায় মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করেছে। আদালত চত্বরে প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। এ ছাড়া সাক্ষীদেরও হুমকি দিয়ে দেখানো হচ্ছে ভয়ভীতি। এসব ঘটনায় বাদী দবির আলী থানায় সাধারণ ডায়েরিও করেছেন। গত শুক্রবার ১১ আগস্ট রাজু হত্যাকান্ডে র পাঁচ বছর পার হয়েছে। ২০১৮ সালের ১১ আগস্ট নগরীর কুমারপাড়ায় নিজ দলের ক্যাডাররা এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ও সিলেট আইন মহাবিদ্যালয়ের ছাত্র ফয়জুল হক রাজুকে।

মামলার বাদী নিহতের চাচা মো. দবির আলী জানান, বিচার শুরুর পর আসামি পক্ষ নানা অজুহাতে প্রায় এক বছর সময় নষ্ট করেছে। আসামি পক্ষ নানা অজুহাতে সাতবার সময় চেয়ে সাক্ষ্যগ্রহণ বিলম্বিত করছে।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর