শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারতের ডিসান হাসপাতাল বাংলাদেশে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে

নিজস্ব প্রতিবেদক

ন্যায্যমূল্যে সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে হাসপাতাল স্থাপনে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ভারতের ডিসান হাসপাতাল। গত মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।

সজল দত্ত বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব রোগী ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের মধ্যে কার্ডিয়াক, ক্যান্সার, নিউরো আর গ্যাস্ট্রো রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে এই চারটি বিষয়ে সুপার স্পেশালিটি সেবা থাকবে। অন্যান্য চিকিৎসাও থাকবে, তবে ওই চারটি বিষয়ে থাকবে সর্বাধুনিক ব্যবস্থা। আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে চারটি জায়গা দেখেছি। কোনো একটি স্থানে হবে এই হাসপাতালটি। আগামী পাঁচ বছর বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশি রোগীদের চারটি চাওয়া থাকে- সুচিকিৎসা, ন্যায্য খরচ, এয়ারপোর্ট থেকে যাতায়াত এবং এক ছাতার নিচে সব সেবা। অনেক সময় পরীক্ষা করানোর জন্য অন্য হাসপাতালে যেতে হয়। আমরা ভারতে যেমন এক ছাতার নিচে সব সেবা দিচ্ছি, বাংলাদেশেও একই ছাতার নিচে সব সেবা দেওয়া হবে।’ উল্লেখ্য, ভারতের কলকাতায় আছে ৭৫০ শয্যার ডিসান হাসপাতাল। পূর্ব ভারতে একমাত্র ডিসানই ভারত সরকারের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হাসপাতাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডারস (এনএবিএইচ) দ্বারা স্বীকৃত হাসপাতাল। হৃদরোগে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য ডিসান হাসপাতালে আছে হার্ট ইনস্টিটিউট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর