রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিল্পী মমতাজের নামে পশ্চিমবঙ্গের আদালতে গ্রেফতারি পরোয়ানা

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য ও দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আদালত। গত ৯ আগস্ট জেলা দায়রা আদালতের মুখ্য বিচারক অলোকেশ দাস এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে মমতাজ বেগমের স্থানীয় (মুর্শিদাবাদের) এজেন্ট শক্তি সামন্ত বাগচী চুক্তিভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে বহরমপুরে অবস্থিত জেলা আদালতে মামলা করেন। ওই মামলায় একাধিকবার আদালতে হাজিরার কথা থাকলেও তিনি হাজির হননি। গত ৯ আগস্টও আদালতের হাজিরা এড়িয়ে যান মমতাজ। এ কারণেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, আদালতের হাজিরার দিন ধার্য হওয়ার অনেক আগে থেকেই কানাডায় সংগীত পরিবেশন অনুষ্ঠানের তারিখ স্থির ছিল মমতাজের। সে অনুযায়ী তিনি এদিন কানাডায় অবস্থান করছিলেন বলে তার আইনজীবী আদালতে জানান। ফলে তিনি সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর