সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দৃষ্টিনন্দন মাদারগঞ্জ মডেল মসজিদ

জুলফিকার বাবলু, (মাদারগঞ্জ) জামালপুর

দৃষ্টিনন্দন মাদারগঞ্জ মডেল মসজিদ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করে তমা কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান। মসজিদটি সাবেক বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ মির্জা আবুল কাশেমের পরিবারের সদস্যদের ওয়াকফ করা ৪৮ শতাংশ জমির ওপর পৌর এলাকায় বালিজুড়ী বাজারে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা এবং সময় লেগেছে  প্রায় দুই বছর। দ্বিতীয় পর্যায়ে  গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মসজিদটি  উদ্বোধন করেন। আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে এ মসজিদটিতে। মসজিদটিতে রয়েছে নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক অজুখানা ও নামাজ আদায়ের সুবিধা এবং আধুনিক টয়লেটের ব্যবস্থা। অটিজম কর্নার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, হজ প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক গবেষণা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা। রয়েছে লাশ গোসল ও কফিন বহনের ব্যবস্থা। অসাধারণ কারুকাজ আর ডিজাইনে তৈরি দৃষ্টিনন্দন হওয়ায় মসজিদটি সাধারণ মানুষের মধ্যে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।  প্রতিদিন দূর-দূরান্ত থেকে মুসল্লিরা মসজিদটি দেখতে আসেন এবং নামাজ পড়েন। এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ প্রতিদিন তার জন্য দোয়া করেন। মুুসল্লি মির্জা গোলাম মওলা সোহেল বলেন, পার্কের মতো মসজিদটি বানিয়েছে সরকার। এখানে সঠিক ইসলামী শিক্ষা লাভ করা যাবে এবং ইসলাম প্রসার ও ধর্মীয় মূল্যবোধ বাড়বে। মসজিদের পেশ ইমাম ও খতিব মৌলানা ফাহাত আলী বলেন, এ মসজিদে এসে মুুসল্লিরা বড় বড় আলেমদের সংস্পর্শে বেশি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। জ্ঞানার্জন করে ইসলামকে আরও প্রচার করতে পারবে। তিনি আরও বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ সবার জন্য দোয়া করা হয়। খুদবায় দেশের উন্নয়নের কথাও বলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর