সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিগগির ফের উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

কয়লা সংকটে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুয়েক দিনের মধ্যে উৎপাদন শুরু হচ্ছে। বাংলাদেশের পতাকাবাহী বসুন্ধরা ইমপ্রেস জাহাজে ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা। ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে সেখান থেকে ১৮ হাজার মেট্রিক টন কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর কার্যক্রম শুরু হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল সকালে বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছে। পরে দুপুর থেকে লাইটার জাহাজে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছানোর কাজ শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, কয়লা সংকটের কারণে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা দেশে এসে পৌঁছেছে। এসব কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছালে দুয়েকদিনের মধ্যেই কেন্দ্রটি উৎপাদনে যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর ১ হাজার ৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর