সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল ৩৩ পদাতিক ডিভিশন ও  কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন। আইএসপিআর জানায়, এ সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এ ছাড়া সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ প্রকল্পের উদ্বোধন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে এবং দুর্যোগকালে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার ছাড়াও সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর