সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর

রাবি প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক। গতকাল শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি এ পদের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এর আগে,  ২০২২ সালের জুলাই মাসে নিয়মিত উপাচার্য রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়।  ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে রুয়েটের জ্যেষ্ঠ অধ্যাপক ও অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন মো. সাজ্জাদ হোসেনকে ভারপ্রাপ্ত  উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। তবে নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। ফলে গত ২৮ মে শিক্ষকদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাজ্জাদ হোসেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়। তাই নিয়মিত উপাচার্যের দাবিতে  ক্যাম্পাসে কয়েকদফা আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর