সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
গণপূর্ত প্রকৌশলীকে মারধর

চার দিনেও গ্রেফতার হয়নি আসামি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল হককে মারধরের ঘটনায় মহানগর যুবলীগের সদস্য ও সদ্যসমাপ্ত সিটি নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধরের শিকার প্রকৌশলী ওবায়দুল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার এই মামলা দায়ের করেন। মামলায় জিয়া ছাড়াও বাংলাবাজার এলাকার তিতাস এবং চরের বাড়ি এলাকার আজাদকে আসামি করা হয়েছে। তবে গত ৪ দিনেও এ মামলার কোনো আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান গতকাল বলেন, ওই ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপন করেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে মামলার অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার কাজ চলমান আছে বলে তিনি জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর