সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন

দরপতনেই শেষ হয়েছে সপ্তাহের প্রথমদিনের শেয়ারবাজারের লেনদেন। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতি কিছুটা বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কমেছে। সিএসইর লেনদেন ৪ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৫ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বিপরীতে কমেছে ৮৯টির। আর ১৭১টির দর অপরিবর্তিত রয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৭ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫ কোটি ৫ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর