সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিমানের পাইলট নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পাইলট নিয়োগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ও নিজস্ব নিয়মনীতির লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। তিনি বলেন, একটি ইংরেজি দৈনিকে ১ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বিমানের ১৪ জন পাইলট নিয়োগের বিষয়ে বলা হয়েছে। সায়েন্সে না পড়ে কীভাবে পাইলট হলেন? তিনি বলেন, আমি সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠাই। এতে কোনো ব্যবস্থা না নিলে জনস্বার্থে রিট করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর