বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বামনায় ফুল দেওয়া নিয়ে অনুষ্ঠানে হাতাহাতি ভাঙচুর

পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি

বরগুনা প্রতিনিধি

বামনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গতকাল ফুল দেওয়া অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় সুুলতানা নাদিরা এমপির পক্ষে দেওয়া পুষ্পস্তবকসহ কয়েকটি পুষ্পস্তবক ভাঙচুর করেন শওকত হাচানুর রহমানের সমর্থকরা। পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় বামনা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া চলছিল। এ সময় উপজেলা সৈনিক লীগের পক্ষে সভাপতি আলমগীর হোসেন খান ও তার নেতা-কর্মীরা ফুল দিতে এলে উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার তাকে ফুল দিতে বারণ করেন। আলমগীর প্রতিবাদ করলে শওকত হাচানুর রহমান এমপির অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের একাংশ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্য পক্ষও চড়াও হয়। শুরু হয়ে যায় হাতাহাতি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বামনা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবসে যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর