বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনে শোক দিবস পালন

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে স্থানীয় সময় সকাল ৮টায় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়।

আলাদাভাবে ইন্দো বাংলা প্রেস ক্লাব, সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমানের তরফেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

পরে বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ইসলামিয়া কলেজের (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে’ স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর