শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাঈদীর চিকিৎসকের হুমকিদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঝিনাইদহের মহেশপুর থেকে তাফসিরুলকে এবং ঢাকার উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টিকে গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর মধ্যে তাফসিরুল ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। হাফিজা মাহবুবা বৃষ্টি সম্পর্কে বলা হয়, বৃষ্টি চিকিৎসক ডা. মোস্তফা জামানের দায়ের করা জিডির ‘মূল অভিযুক্ত’। তাফসিরুল ও বৃষ্টির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা রয়েছে।

সাঈদীকে চিকিৎসা দেওয়া এস এম মোস্তফা জামান সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে ধানমন্ডি থানায় একটি জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা, র‌্যাব-২ ও ৬ এর সদস্যরা এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর