শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রমেক হাসপাতালে জনবল সংকট চিকিৎসাসেবা ব্যাহত

নজরুল মৃধা, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার জনবল দিয়ে চলছে ২ হাজারের বেশি রোগীর চিকিৎসাসেবা। ১ হাজার ৮৭৫ জন জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৫৯৯ জন। শূন্য পদ রয়েছে ৩৩৯টি। জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা হোঁচট খাচ্ছে। জনবল সংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ১০০০ হলেও জনবল রয়েছে ৫০০ শয্যার। এখানে রয়েছে ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এ ছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট, ইপিআই প্রোগ্রাম, ইওসি কার্যক্রম, ডক্টরস কর্নার, এম আর ক্লিনিক, মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক, ব্রেস্ট ফিডিং সেন্টার, সমাজসেবাসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ও অন্যান্য মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৩২২ জন। এখানে জনবল রয়েছে ২২৭ জন। শূন্য পদ রয়েছে ৯৫টি। দ্বিতীয় শ্রেণির নার্স ও অন্যান্য পদের সংখ্যা রয়েছে ৯৯৩ জন। এখানে কর্মরত রয়েছেন ৯৭০ জন। শূন্য পদ রয়েছে ২৩টি। তৃতীয় শ্রেণির ১০৫টি পদের বিপরীতে কাজ করছেন ৬৬ জন। এখানে শূন্য পদ রয়েছে ৩৯টি। চতুর্থ শ্রেণির  ৪৪৫টি পদের বিপরীতে কাজ করছেন ২৬৩ জন। এখানে শূন্য পদ রয়েছে ১৮২ জনের।

জানা গেছে, ৫০০ শয্যার এ হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন এখানে ২০০০ থেকে ২২০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটিতে বিভিন্ন সময় শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ালেও সেই তুলনায় জনবল সংখ্যা বাড়ানো হয়নি।

বর্তমানে হাসপাতালটিতে আধুনিক সিসিইউসহ মোট ৪২টি ওয়ার্ড, ১২টি ওটি, ১০ শয্যার আইসিইউ, ২৫ শয্যার ডায়ালাইসিস ইউনিট, ৬ শয্যার ডে-কেয়ার ইউনিট, ভায়া  সেন্টার, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে।

তবে এই হাসপাতালকে ঘিরে টেন্ডারবাজি, আধিপত্য বিস্তারে একটি সিন্ডিকেট সব সময় সক্রিয় থাকায় হাসপাতালের সুষ্ঠু সেবা ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। একটি মহল যুগ যুগ ধরে মেডিকেলের বিভিন্ন টেন্ডারে কাজ পেয়ে আসছেন এমনও অভিযোগ রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী বলেন, জনবল সংকটটি দীর্ঘ দিনের। নতুন করে কোনো জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর