শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন নির্বাচন খেলা খেলতে আর দেওয়া হবে না

ময়মনসিংহে বিএনপির গণমিছিলে ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ময়মনসিংহে গণমিছিল করেছে মহানগর বিএনপি। গতকাল বিকালে নতুন বাজারের গঙ্গাদাস গুহ সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নাল আবদীন ফারুক। পরে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ বাধা দিলে মিছিলটি ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে, মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, নির্বাচন নির্বাচন খেলা খেলতে আর দেওয়া হবে না। আগামী নির্বাচনের আগে বিএনপির দাবি মেনে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সরকারের উদ্দেশে ফারুক আরও বলেন, এক দফা দাবি মানতেই হবে। বুলি উড়িয়ে বিএনপি আর বিদেশিদের গালি দিয়ে কোনো লাভ নেই, সময় থাকতে পদত্যাগ করুন। না হলে পালানোর কোনো পথই পাবেন না। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর